ঢাকা, নভেম্বর ১২, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, স্থানীয় সময়: ১২:২৪ am

আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় ছুটে চলা আমাদের এই সৌরজগৎ

| ২৫ বৈশাখ ১৪২৬ | Wednesday, May 8, 2019

আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় ছুটে চলা আমাদের এই সৌরজগৎ- আসিফ
আমরা শুধু মহাবিশ্বের নয় গ্যালাক্সির খুবই ক্ষুদ্র অঞ্চলে বাস করি। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ-উপগ্রহসহ যে জগত রয়েছে সেটাই আমাদের সৌরজগত। গ্যালাক্সির মধ্যদিয়ে ছুটে চলেছে সেকেন্ডে প্রায় ১৪০ মাইল গতিতে। মহাশুন্যে হেলিওপজ পর্যন্ত সৌরজগতের বিস্তার হচ্ছে ১০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, প্রায় ১৫০০ কোটি কিলোমিটার। এই দূরত্ব অতিক্রমে আলোর গতিতে সময় লাগে চৌদ্দ ঘন্টা। এই গতিতে আলো পৃথিবীকে এক সেকেন্ডে ৭ বার প্রদণি করে। আর ভয়েজার মহাকাশযানের লেগেছিল ৩৫ বছর। তবুও মহাবিশ্বের তুলনায় আমাদের সৌরজগৎ একটি ধুলিকণা মাত্র।

প্রকাশক: আলোঘর প্রকাশনা
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৮
প্রচ্ছদ: যোয়েল কর্মকার
কম্পোজ ও গ্রাফিক্স: ডিসকাশন প্রজেক্ট
মূল্য : ৫০০ টাকা