ঢাকা, ডিসেম্বর ৬, ২০২৪, ২১ অগ্রহায়ন ১৪৩১, স্থানীয় সময়: ২:২৯ am

শিক্ষা সফর ২০১২

| ২৩ পৌষ ১৪১৮ | Friday, January 6, 2012

ডিসকাশন প্রজেক্ট ও ইমপেরিয়াল কলেজের যৌথ আয়োজনে শিক্ষা সফর। ৬ জানুয়ারি, ২০১২; স্থান- সুন্দরবন
sundarban-1.jpgsundarban-2.jpgsundarban-3.jpgsundarban-4.jpgsundarban-5.jpgsundarban-6.jpgsundarban-7.jpgsundarban-8.jpgsundarban-9.jpgsundarban-10.jpgsundarban-11.jpgsundarban-12.jpgsundarban-13.jpg
ঢাকা ইমপিরিয়াল কলেজ তার শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরের মতোই একটা শিক্ষা সফর আয়োজন করে। কিন্তু এ শিক্ষা সফরকে অর্থবহ ও শিক্ষণীয় করে তোলার জন্য ডিসকাশন প্রজেক্ট বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ গ্রহণ করে, নক্ষত্র পর্যবেক্ষণ ক্যাম্প। এর সাথে যুক্ত হয় গ্যালিলিওর মৃত্যুবার্ষিকী এবং স্টিফেন হকিংয়ের জন্মবার্ষিকী উদযাপনের বিষয়টিও। ফলে ৬ জানুয়ারি, ২০১২ তারিখে ডিসকাশন প্রজেক্টের মাজেদুল হাসানের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানকর্মী তাদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে যান। পুরো ভ্রমণটি এক ধরনের বিজ্ঞান অভিযানের মাত্রা পায়। ডিসকাশন প্রজেক্ট ও ইমপেরিয়াল কলেজের যৌথ আয়োজনে অংশ নেয় প্রায় ৪০০ শিক্ষার্থী। এই ইভেন্টটির সমন্বয় করেন শিক্ষক সুমনা বিশ্বাস।

আরও পড়ুন...