ঢাকা, সেপ্টেম্বর ১৩, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, স্থানীয় সময়: ৩:৫২ am

এ পাতার অন্যান্য সংবাদ

৪৬তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক প্রেক্ষাপট ও মানব সভ্যতার ঊষা ৪৫তম ওপেন ডিসকাশন: কসমিক ক্যালেন্ডার ও মানব সভ্যতার ঊষা ৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে? ৪৮ তম ওপেন ডিসকাশন: মহাজাগতিক সংস্কৃতির পথে মহাজাগতিক বর্ষপঞ্জি: পাবনায় বিজ্ঞান বক্তৃতা ওয়াইডাব্লিউসিএ জুনিয়র হাই স্কুলে আসিফের বিজ্ঞান বক্তৃতা দ্বিতীয় পৃথিবীর সন্ধানে: বরিশালে বিজ্ঞান বক্তৃতা ৭৭তম ওপেন ডিসকাশন: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য: মাইলস্টোন কলেজে নারায়ণগঞ্জে বিজ্ঞান বক্তৃতা: মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য মহাজাগতিক বর্ষপঞ্জি নিয়ে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান বক্তৃতা

৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে?

| ৫ আষাঢ় ১৪১৬ | Friday, June 19, 2009

৪৯তম ওপেন ডিসকাশ: টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে?
সভ্যতার উন্মেষ থেকেই মানুষ কিছু প্রশ্নের উত্তর খুঁজেছে আমরা কে? এই মহাবিশ্ব কী এবং কেন? গভ্যতার দীর্ঘ পথ পরিক্রমায় জ্ঞানের অভিযাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব ঘটিয়েছে। গড়ে তুলেছে নতুন সংস্কৃতি। মহাজাগতিক সংস্কৃতি।

বিজ্ঞান ও প্রযুক্তি সামঞ্জস্য রেখে বিকশিত হলেও আমরা কেবল প্রযুক্তিকে গ্রহন করতে শিখেছি। অথচ মৌলিক জ্ঞানচর্চা ছাড়া প্রযুক্তির উদ্ভাবন সম্ভব নয়। মহাবিশ্বেও ক্রমবিকাশ, প্রাণের উৎপত্তি, মানববিবর্তন মানুষের মনোজগাতে যে মহাজাগিতক সংস্কৃতির উদ্ভব ঘটেছে তা সস্তা জমি দখলের কাছে দাসত্ব করতে পারে না। ‘টাইপ ওয়ান সভ্যতায় কী পৃথিবী পৌঁছাতে পারবে?’ এই শিরোনামে গত ১৯ জুন বগুড়া সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ডিসকাশন প্রজেক্ট এর ৪৯তম ওপেন ডিসকাশন।

বক্তা আসিফ
বগুড়া জেলা স্কুলের মিলনায়তনে প্রায় চারশত দর্শকের উপস্থিতে বক্তা আসিফ বলেন মহাজাগতিক ঘটনাবলীকে আমাদের লোক সাংস্কৃতিক প্রবাহের সাথে মিলিয়ে দিতে না পারলে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।